
চার দিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
ভারতে এই সফর ফলপ্রসূ হয়েছে দাবি করে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সফরকালে দেশটির শীর্ষ নেতারা বলেছেন, তারা বাংলাদেশে সবসময়ই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।
জাতীয় পার্টির একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে দায়িত্ব পালন করাকে বিরল দৃষ্টান্ত বলে আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, জাতীয় পার্টির এই দৃষ্টান্ত ভবিষ্যতে অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করবে। বিরোধী দল বলে শুধু বিরোধিতাই করবে, সরকারের সঙ্গে কোনো দায়িত্ব পালন করতে পারবে না-এই প্রচলিত ধারা থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পেরেছে, এটা তার ভালো লেগেছে।
সংবাদ সম্মেলনটি পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে ডাকা হয়েছিলো। তবে তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন না। দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভরায় প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২২ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দিল্লি সফরে যান জাপা নেতারা। সেই সফরের বিষয়ে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপার চেয়ারম্যানকে ভারত সরকার যে সম্মান দেখিয়েছেন, তার জন্য ভারতের প্রতি জাপা কৃতজ্ঞতা জানাচ্ছে। ভারত সরকার এরশাদকে সুবিধামতো সময়ে আবারও সফরের আমন্ত্রণ জানিয়েছে। জাপার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল বৈঠক করেছেন। দেশটির প্রধানমন্ত্রী সে সময় দিল্লি না থাকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে তাঁদের সঙ্গে কথা বলেছেন।
সংসদে জাপার ভূমিকা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারে দায়িত্ব পালন করে বিরল দৃষ্টান্ত গড়েছে বলে উল্লেখ করেছেন সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, বিরোধী দল মানে শুধু বিরোধিতাই করবে-সরকারের সঙ্গে কোনো দায়িত্ব পালন করতে পারবে না- এই প্রচলিত ধারা থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পেরেছে- এটা আমার কাছে খুবই ভাল লেগেছে। এই দৃষ্টান্ত আগামীতে হয়তো আরও অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করতে পারবে।
রুহুল আমিন হাওলাদার বলেন, তারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেছেন। ভারতের নেতাদের জাপার নেতারা জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি সবসময় সোচ্চার থাকবে। আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলেও ভারতীয় নেতাদের জানিয়েছেন জাপা নেতারা।
বিরোধী দল হয়েও সরকারের পাশে থেকে সরকারকে সাহায্য করবার বিষয়ে জাপা সত্যিই বিরল এক দৃষ্টান্ত রেখেছে। ভবিষ্যতে অন্যান্য দলগুলো এই ধারা অব্যাহত রাখলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply