
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় নগরীর শাহী ঈদগাহে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থী ১৩ টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী প্রধান কার্যালয়ে এই ঘোষনা করেন তিনি।
জলাবদ্ধতা দূর করা ছাড়াও, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে লালদীঘি মার্কেটের জায়গায় নতুন পরিসরে মার্কেট নির্মাণ করে তাদের স্থায়ী ঠিকানা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আরিফুল।
তাছাড়া নগরীর প্রাণ কেন্দ্রে তথ্য প্রযুক্তি ভবন গড়ে তোলাসহ প্রাইভেটকারের আধিক্য কমিয়ে স্কুলভিত্তিক বাস চালুর পাশাপাশি রাস্তা প্রশস্তকরণ, ট্রাক টার্মিনাল চালু এবং কদমতলী বাস টার্মিনালকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি রয়েছে তার ইশতেহারে।
সেইসঙ্গে সিলেটের বস্তিবাসীদের নানা সুযোগ, নারীদের জন্য কর্মক্ষেত্র তৈরি এবং সিলেটের জানজন নিরসনে প্রতিশ্রুতি রয়েছে সিলেটের সদ্য বিদায়ী এ মেয়রের।
প্রতিশ্রুতি দেয়া প্রার্থীদের নির্বাচনী প্রচারেরই অংশ। এর আগে এমন বহু মেয়র বাংলার মানুষ দেখেছে, যারা শুধু প্রতিশ্রুতি দিয়ে নিজেদের দায় সেরেছেন।
এবার আর এমন কিছু চায় না বাংলার জনগন। সেজন্যেই তাঁদের চোখে যাকে উপযুক্ত মনে হয়, তাকেই নির্বাচিত করবে বলে আশাবাদ সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply