
আজ ৩০শে জুলাই। চলছে তিন সিটিতে সিটি কর্পোরেশন নির্বাচন। সারাদিন ভর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন সাধারন জনগন। সামনেই জাতীয় নির্বাচন আসন্ন থাকায় এটি নতুন উত্তেজনা ছড়িয়েছে।
আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সিলেট, বরিশাল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব–উল আলম হানিফ বলেছেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে।
হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে। কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বিএনপিকে তার সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার জন্য বলেন হানিফ। তিনি উল্টো অভিযোগ করে বলেন, বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
বরিশালে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন করছে। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য নির্বাচন বর্জন করতে হবে।
সন্ধ্যা নাগাদ ভোট গ্রহন চলবে। এরপরই শুরু হবে ভোট গননা। যেখানে দৃশ্যমান হবে জনগনের আশা, আকাঙ্ক্ষা। কাঙ্ক্ষিত প্রার্থী নির্বাচিত হবেন, এমনটাই আশা জনসাধারনের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply