
রোববার (২৯ জুলাই) দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্স ইনটেলিজেন্স শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে দাওয়াহ বিভাগের প্রধানসহ জেএমবির চার সদস্যকে করে।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা। বগুড়া জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে রংপুরের দাওয়াহ বিভাগের প্রধানসহ জেএমবির চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, চাকু ও নগদ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন -রংপুরের গঙ্গচড়া উপজেলার সাউদপাড়ার কুড়িবিশ্ব দোলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), একই উপজেলার সরদারপাড়ার চর বাগডহড়ার নৈয়ব আলীর ছেলে আকরামুজ্জামান ওরফে মুকুল (২৬), একই এলাকার মমিন আলীর ছেলে ফারুক ওরফে সাজু (২২) ও আব্দুস সামাদের ছেলে আব্দুল হাকিমের ইছাবা (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি একে-২২ বোর রাইফেল, একটি একে-২২ বোর রাইফেলের ম্যাগজিন, দুইটি বিদেশি ৭.৬৫ পিস্তল, তিনটি ম্যাগাজিন, একে-২২ বোর রাইফেলের ১৫ রাউন্ড গুলি, দুইটি বার্মিজ চাকু, নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
আলী আশরাফ আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযানকালে ঘটনাস্থল থেকে খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে জিয়া ওরফে সামিল ওরফে উদয় (৩৮)। সাংগঠনিক পদবিতে তিনি পুরানো জেএমবির প্রধান সমন্বয়ক, শহিদুল্লাহ ওরফে ইয়ামিন ওরফে গোপাল ওরফে নাদিদ (৪৫)। সাংগঠনিক পদবিতে তিনি পুরানো জেএমবি রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়াহ শাখার প্রধান, নূর হক ওরফে ওমর ওরফে ওসমান (৩০)। সাংগঠনিক পদবিতে তিনি পুরানো জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের ইছাবা (সামরিক) প্রধান, ফুয়াদ ওরফে নিয়াজ (৩২)। সাংগঠনিক পদবিতে তিনি রংপুরে পীরগঞ্জ থানার দাওয়াহ শাখার প্রধান ও হাদী (৩৮) সাংগঠনিক পদবিতে তিনি চট্টগ্রাম বিভাগের দাওয়াহ শাখার প্রধান পালিয়ে গেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, মকবুল হোসেন, সনাতন চক্রবর্তী প্রমুখ।
দেশের বিভিন্ন স্থানে জেএমবির সদস্যরা নাশকতা চালানোর চেষ্টা প্রায়ই করে থাকে। বিভিন্ন সময়ে গ্রেফতার করা হলেও এর প্রধানেরা অনেক সময় আওতার বাইরে থেকে যান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply