
চলতি বছর মালয়েশিয়ার বন্ধিশালা থেকে সর্বমোট ৪৩,৪২৯ বিদেশী শ্রমিক তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী NTL (নট টু ল্যান্ড) নোটিশে এসব উল্লেখ করেন।
মুস্তাফার আলী বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুচ্ছেদ ৮ এর অধীনে এনটিএল নোটিশ দিয়ে পরিবেশিত করা হয় এবং তাদের পোর্ট অব ক্যাম্পে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়।
তিনি এক সাক্ষাত্কারে বলেছেন, ” মালয়েশিয়ায় যেন কোনও সন্দেহজনক বিদেশী না আসে তা নিশ্চিত করার জন্য বিভাগটি কঠোর পরীক্ষা পরিচালনা করছে”। মুস্তাফার আলী বলেন,
তিনি বলেন, “আমাদের দেশে ১৩৭ টি প্রবেশ পথ রয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে”।
অবৈধ অভিবাসীদের উল্লেখ করে মুস্তাফার বলেন, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ থেকে চলতি বছর ৩০ জুন পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য বিভাগটি তাদের এবং তাদের নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দিয়েছে। অবৈধ শ্রমিকদের বৈধভাবে এদেশে কাজ করার জন্যে এই সুযোগ দেয়া হয়েছিল।
৭ লক্ষ ৪৪ হাজার বিদেশী শ্রমিক রিহায়ারিং প্রোগ্রামে নিবন্ধন করেছেন এবং তাদের মধ্যে ৪ লাখ ৫০ হাজার শ্রমিকের বৈধ হবার যোগ্যতা থাকায় তাদের বৈধ করা হয়েছে।
মুস্তাফার আলী আরো বলেন, এখনো যারা বৈধ হতে পারেনি তাদের নিজ দেশে ফেরত যাবার জন্যে আমরা চালু করেছি ৩+১ প্রোগ্রাম এই প্রোগ্রামের মাদ্ধমে অবৈধ শ্রমিকেরা ইমিগ্রেশন বিভাগে আত্মসমর্পণ করে ৪০০ রিংগিত জরিমানা দিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত যাইতে পারবে।
৩+১ প্রোগ্রাম চালু থাকবে ৩০ অগাস্ট ২০১৮ পর্যন্ত, এরপর আর ৩+১ প্রোগ্রামের মেয়াদ বাড়ানো হবেনা বলে উল্লেখ করেন ইমিগ্রেশন প্রধান। ৩১ আগস্টের পর থেকে অবৈধ শ্রমিক এবং তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামা হবে বলে জানান মুস্তাফার আলী।
এদিকে ১ জুলাই থেকে শুরু হওয়া অপস মেগা ৩.০ অপারেসিতে ২৪ হাজার ৪৬৩ জন অবৈধ শ্রমিক এবং ৬৩৫ নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম// নাটোর প্রতিনিধি
Leave a Reply