
দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোক চিত্রশিল্পী শহিদুল আলম। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে একটি বিদেশী গণমাধ্যমে সাক্ষাতকার দেন তিনি।
এর পরই রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
তাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচরাপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানী শেষে এ আদেশ দেন।
একই সাথে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আদালতে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে সাত দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম রিমান্ডেরও আদেশ দিয়েছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply