
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার থেকে রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন রোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
তাদের সাথে কথা বলে জানা যায় ‘টপ গার্মেন্টস’ নামের এক পোশাক কারখানায় প্রায় এক হাজার শ্রমিক অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাই করা হয়েছে। এর প্রেক্ষিতে আন্দোলনে নেমে তারা এই সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশ বলছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
উত্তরা জসীমউদ্দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। সরেজমিনে দেখা গেছে, উত্তরা জসীমউদ্দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন।
তাঁরা কোনো যান চলাচল করতে দিচ্ছেন না। দাবি না মানা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলে জানান তাঁরা। সড়ক অবরোধ করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পুলিশের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে উত্তরার টপ গার্মেন্টসের শ্রমিকেরা আজ রাস্তায় নেমেছেন।
গতকাল থেকে তাঁরা এর প্রতিবাদে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে ১১টার থেকে আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
পোশাক খাত বাংলাদেশের বৈদেশিক মূদ্রা আয়ের প্রধান উৎস। অথচ প্রায়ই এইসকল শিল্প কারখানায় বিভিন্ন রকম অনিয়মের চিত্র উঠে আসে। যা সমস্যা তৈরী করে সেসব কারখানার শ্রমিক এমনকি দায়িত্বরত বস্ত্র প্রকৌশলীদেরও।
এসব সমস্যার সমাধানের দ্রুত স্থায়ী পদক্ষেপ নিতে হবে। যার মাধ্যমে কর্মরত এইসকল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply