
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামীলীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মত বিনিময়কালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মেশিন না, জনগণের ওপর ভর করে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন আনিসুল হক।
আওয়ামী লীগ ইভিএম মেশিনের মাধ্যমে ভোট জালিয়াতি করে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারই জবাবে আজ আইনমন্ত্রী এসব কথা বললেন।
আনিসুল হক বলেন, ‘আমি একটা কথা বলি, উনারা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন যেগুলোর সঙ্গে তথ্যের সঙ্গে, সত্যের সঙ্গে কোনো মিল নাই। উনি বলছেন যে, আমরা মেশিনের ওপরে ভর করেছি। আমি উনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।
এবং জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়েছে। কোনো মেশিন দ্বারা ভোট দেয় নাই। আর বিএনপি সব সময়ই প্যালেস কন্সপেরেসি (প্রাসাদ ষড়যন্ত্র) করে ক্ষমতায় এসেছে। তো কথা হচ্ছে, আমরা জনগণের ওপরে ভর করি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ।’
এই সেপ্টেম্বর মাসেই গ্রেনেড হামলার রায় ঘোষণা হবে বলে আইনমন্ত্রী জানান। পরে তিনি আখাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই দলই চাইছে জনগনের সঙ্গে নিজ নেতাকর্মীদের দূরত্ব কমাতে। নির্বাচন শেষে ক্ষমতায় এসেও যদি সকল রাজনৈতিক দলের নেতারা জনগনের কল্যানের কথা ভেবে কাজ করেন তবেই জনসাধারন উপকৃত হবে, এগিয়ে যাবে দেশ। এমনটাই আশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply