
আজ শুক্রবার নড়াইল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ফেনসিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইয়াকুব মোল্যা ওরফে বাবুল (৩০)। ডিবি পুলিশ তাঁদের অভিযানে একে আটক করে।
শুক্রবার সকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াকুব সদর থানার ফেদী পশ্চিমপাড়ার দাউদ মোল্যার ছেলে।
নড়াইল পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইল ডিবি পুলিশের একটি দল নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসাবে শুক্রবার সকালেও সেখানে অবস্থান করছিল।
যশোর থেকে নড়াইলের দিকে আসা একটি মোটরসাইকেল থামালে চালক ইয়াকুব পাশের খালে লাফ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তিনটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এইসব অভিযান মাদকের প্রসার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ সকলের। তবে সেই সঙ্গে আইনের আওতায় নিয়ে আসতে হবে এর সঙ্গে জড়িত মূল হোতাদের। তারা যেন অর্থ প্রতিপত্তির প্রভাবে আইনের ফাক ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply