
ঘটনাটি রাজশাহী নগরের। শনিবার সন্ধ্যা, নগরের টিকাপাড়া এলাকা।
চার তলা বাড়ির ছাদ উঠে পাইপ বেয়ে নেমে পালানোর চেষ্টাকালে পড়ে গিয়ে শিশু গৃহকর্মী আহত হয়েছে। দুই তলা পর্যন্ত নামার পর সে পড়ে যায়। তবে সে আহত হলেও ডিস তারে জড়িয়ে প্রাণে রক্ষা পায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
নগরের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহকর্মীর নাম পায়েল (১১)। সে নোয়াখালীর আদম আলী নতুন পাড়া এলাকার খরশেদ আলমের মেয়ে। ঘটনার পর এলাকাবাসী সেখানে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয় এবং গৃহকর্তার বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
বোয়লিয়া থানার এসআই শামিম হোসেন জানান, পায়েলকে ১২দিন আগে টিকাপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা শাহাদাৎ হোসেন ফরহাদের বাসায় কাজের জন্য নিয়ে আসা হয়। তবে কয়েক দিন থেকেই পায়েল বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে। ইতোমধ্যেই ওই ব্যাংক কর্মকর্তা তার বাবাকে খবর দেয়। তবে পায়েলকে নির্যাতন করা হতো কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পায়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।
শিশু কর্মী নির্যাতন আমাদের দেশে একটি সামাজিক সমস্যা। বিভিন্ন সময়ে বীভৎস সব চিত্র উঠে আসে এইসকল শিশু কর্মী নির্যাতনের। এ অবস্থা থেকে মুক্তি পেতে তথ্য প্রমাণ সাপেক্ষে এর সঙ্গে যারা জড়িত তাঁদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply