
চিনের তিব্বতে গত ৫০ বছরের রেকর্ড বৃষ্টি হয়েছে বলে নয়াদিল্লীকে জানিয়েছে বেইজিং। প্রতি সেকেন্ডে ৯০২০ মেগ ওয়াট পানি ছাড়া হচ্ছে। রেকর্ড মাত্রা বৃষ্টি হওয়ার কারণে চীনের শঙ্খ নদীর পানি ফুলে ছুটছে ভারতের অরুআচল ও আসামের দিকে যার গতি ব্রম্মপুত্র দিয়ে বাংলাদেশের দিকে । এইদিকে ঢাকা কে ভারত সরকার বন্যা সম্পর্কে সতর্কতা জানিয়েছে। সতর্ক বার্তা পেয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে মাঠে নেমেছে কর্মকর্তারা ,পানি উন্নয়ন বোর্ড বলেছে কোনো আতঙ্ক নয় বরং পরিস্থিতি মোকাবেলায় এখনই প্রস্তুত থাকতে বলেছে সংস্লিস্ট কর্মকর্তাদের।
Leave a Reply