
শনিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেওয়া হয়। এরপর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের নামে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আইজিপি।
ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমাদের প্রস্তুতি যথাযথ আছে। এবং আমি এটা বলে দিতে চাই যে, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের নাশকতা, আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি, দেশকে অস্থিতিশীল করার কোনো কার্যক্রমকেই আমরা বরদাস্ত করব না। এবং কঠোর হস্তে দমন করব।’
রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না। পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘রিপোর্টটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক উঠে এসেছে। যদিও এসবের সুরাহা হয়নি। তবে দেশকে সুস্থিতিশীল রাখতে নির্বাচনের আগে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে পুলিশ সদস্যদের। তবেই পূর্ণ নিরাপত্তার ভেতর সঠিক এবং যোগ্য প্রাথী নির্বাচন করতে দেশের জনগন ভোট দিতে যেতে পারবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply