
নাটোরের গুরুদাসপুরে পুরুলিয়া গ্রামে পারিবারিক কলহলের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী রিনা খাতুন নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এঘটনা ঘটলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুদাসপুর হাসপাতালে তার মৃত্যু হয়।
এঘটনায় রিনা খাতুনের শশুর হাবিলকে আটক করেছে পুলিশ। নিহত রিনা খাতুন নাটোর সদর উপজেলার শিবদুরপুর গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে এবং গুরুদাসপুরের পুরুলিয়া গ্রামের রনি সরদারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসি জানান, প্রায় ছয় বছর পূর্বে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের হাবিলের ছেলে রনি সরদারের সাথে বিয়ে নাটোর সদর উপজেলার শিবদুরপুর গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রিনা খাতুনের।
বিয়ের দুই বছর পর তাদের সংসার জীবনে একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামী-স্ত্রী ও তাদের চার বছরের ছেলে রাব্বিকে নিয়ে বেশ ভাল ভাবেই দিন চলছিল।
হঠাৎ করে কিছু দিন পূর্বে একটি এনজিও থেকে বিশ হাজার টাকা ঋণ উত্তোলন করেন স্ত্রী রিনা খাতুন। কিস্তির টাকা পরিশোধের জন্য স্বামী রনি সরদারকে চাপ দেয়।
এবং আগের রাতে রিনা খাতুন রনিকে ঘরে ঢুকতে দেয়নি , ঘটনার দিন রনি কাজ করে এসে খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে তার স্ত্রীকে ধারালো (অস্ত্র) ছোড়া দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে আহত করে রনি।
পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যা পর চিকিৎসাধীন অবস্থায় রিনা খাতুনের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে অনলাইন বাংলা নিউজ বিডিকে বলেন, যৌতুকের ১ লক্ষ টাকার জন্য এ হত্যাকান্ড। এঘটনায় নিহত রিনার শশুর হাবিলকে আটক করেছে পুলিশ। তবে স্বামী রনি সরদারসহ বাড়ীর অন্য সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply