
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ৪ হিজড়া গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নিকট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সাঈদ।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন তৃতীয় লিঙ্গের রাসেদা (৪৫) ও শিখা (৩৫) এবং গাড়িচালক নুরুন্নবী (২৫)।
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ আশুলিয়ার জামগড়া থেকে তৃতীয় লিঙ্গের চারজন ভাড়া করা প্রাইভেটকারে করে উত্তরার দিকে যাচ্ছিলেন। আশুলিয়ার মরাগাঙ এলাকায় ওই প্রাইভেটকারটিকে আরেকটি গাড়ি এসে গতিরোধ করে।
এবং এলোপাথাড়ি গুলি করে আবদুল্লাপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
ডিবির ওসি আরো জানান, ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তাদের গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply