
‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার‘ সেবার আওতায় এ উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত ডাকটিকেটগুলো গতকাল সংগঠনের কাছে হস্তান্তর করে অস্ট্রেলিয়া পোস্ট। শুরুতে প্রতিটি ডাকটিকেট ১০০ কপি করে ছাপানো হয়েছে। আগামী সপ্তাহে এক হাজার কপি করে ছাপানো হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।
সিডনি এবং মেলবোর্ন শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকার কিছু পোস্ট অফিসে পাওয়া যাবে এসব ডাকটিকেট। পাশাপাশি বাংলাদেশী মালিকানাধীন দোকানগুলোতেও পাওয়া যাবে বলে জানিয়েছেন, এ প্রকল্পের তত্ত্বাবধায়ক মিল্টন হাসনাৎ।
“শেখ হাসিনা যে এখন বিশ্বনেতা এ স্ট্যাম্প প্রকাশের মধ্য দিয়ে তা আবারো স্বীকৃতি পেল।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এটা বিশেষ উপহার,” বলে মন্তব্য করেছেন মিল্টন।
অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ডাকটিকেট প্রকাশ করার মূল পরিকল্পনা করেন নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন। কেন্দ্র থেকে পুরো প্রকল্পের দেখভালো করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
“ডাকটিকেট জমানোর শখ থেকেই প্রায় দুই বছর আগে এ পরিকল্পনা করি। প্রশান্ত পাড়ে প্রিয় নেতাদের ডাকটিকেট প্রকাশ করতে পেরে ভালো লাগছে,” বলেছেন রবিন।
এ বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সংগঠনের পক্ষ থেকে তাকে এ উদ্যোগের কথা জানানো হয়। পরবর্তীতে, গত ২০ জুন মেলে বাংলাদেশের সরকারের অনুমতি। অস্ট্রেলিয়া পোস্টকে ছবি ব্যবহারের অনুমতি দিয়ে গত ২০ অগাস্ট চিঠি দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply