
ছবির প্রেক্ষাপট দেখে মনে হতে পারে কোন নাটক কিংবা সিনেমার দৃশ্য এটি। কিন্তু না, অনেক মিথ্যে গল্পের মাঝে এক চিলতে সত্য গল্পে গর্বিত এক পিতার পৃথিবীর সবচেয়ে নির্ভার এই হাসির পেছনে লুকিয়ে আছে এক অসামান্য প্রাপ্তি। নিজে সারাজীবন প্যাডেল চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে লেখাপড়া করিয়েছেন আজ সেই সন্তান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। আর সেটি করার পর নিজের গ্রাজুয়েশন ক্যাপ/গাউন বাবাকে পরিয়ে রিক্সায় বসিয়ে সাধারণ সন্তান হিসেবে স্যালুট দিচ্ছে সেই ছেলে। সেই পিতা তো সর্বোচ্চ প্রাপ্তির এমন হাসি হাসতেই পারে।
গল্পটা নিজে রিক্সাচালক কিন্তু তার ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এমন এক গর্বিত বাবার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
শাহরিয়ার সোহাগ নামের এক চিত্রগ্রাহক বুধবার (৩ অক্টোবর) রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। তারপরই তার তোলা ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়ে যায়।
শাহরিয়ার সোহাগ তার পোস্টে লিখেছিলেন, ‘নিজে রিক্সাচালক, তবে সন্তান তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। গর্বে মুখে তার প্রশস্ত হাসি। সন্তানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। ছবি: শাহরিয়ার সোহাগ। কলাভবন, ঢাবি।’
ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এমন বাবাকে স্যেলুট জানিয়ে নানা মন্তব্য জুড়ে দিচ্ছেন।
শেখ মারুফ নামের একজন লিখেছেন, “স্যালুট_বাবা, মনটা খারাপ ছিল ছবিটি দেখে ভালো হয়ে গেলো। কষ্টের প্যাডেল ঘুরানোর টাকায় ছেলেকে পড়িয়েছেন আইন বিভাগে, আজ তার ছেলে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাবির গ্রাজুয়েট, এই বাবার জন্য শ্রদ্ধায় মাথা নুয়ে আসে….গর্বিত সন্তানের গর্বিত বাবা আপনি। স্যালুট বাবা।”
রাফা নায়েম পাটোয়ারী নামের একজন লিখেছেন, “নিজে রিক্সাচালক তো কি হয়েছে,তার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এমন সব বাবাদের অক্লান্ত পরিশ্রমই তৈরী করে শতশত গ্রাজুয়েট।”
মারুফ ফারহান নিলয় নামের একজন লিখেছেন, “বাবা রিক্সাচালক। পড়িয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ তার ছেলে গ্র্যাজুয়েটস। তাই বাবাকে স্যালুট করছে ছেলে এবং নিজের গাউন বাবাকে পড়িয়েছে। গর্বিত বাবা।”
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply