
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পূর্ব শেখপাড়া গ্রামে শত্রুতার জেরে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২৫)। সে ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে ।
নিহত শফিকুল পেশায় সিএনজি চালক। পরিবারবর্গ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, শফিকুলের সিএনজি নিয়ে স্থানীয় রানা ও জহুরুল চালায়। গতকয়েকদিন আগে একটি দুর্ঘটনায় শফিকুলের সিএনজি ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় সমাজ প্রধানরা জরিমানা ধার্য করে বিষয়টি মীমাংসা করেন। কিন্তু প্রতিপক্ষ রানা ও জহুরুল তা না দিয়ে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে শফিকুলের বাড়িতে এসে মারধর করে।
গুরুত্বর আহত অবস্থায় শফিকুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে বুধবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ৬জন আসামী করে ঈশ্বরদী থানায় মামলা করেছে শফিকুলের মামা। লাশ বর্তমানে রাজশাহীতে রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply