
সম্প্রতি জারি হয়েছে কোটা বাতিলের প্রজ্ঞাপণ। এর আগে কয়েকবার বাতিলের কথা বলা হলেও প্রজ্ঞাপণ জারি করা হয়নি। তবে এই প্রজ্ঞাপণের পর থেকেই আন্দোলনে নামছে বিভিন্ন অঞ্চল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবার মোমবাতি প্রজ্বলন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য ‘মৃতুঞ্জয়ী মুজিব’-এর পাদদেশে এ মোমবাতি প্রজ্বলন করেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবি, ‘ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ফলে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি আমরা। গঠিত হয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। আজ সেই রাষ্ট্রের মন্ত্রিসভা মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা ভুলে গেছে। গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাতিলের সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে।’ অবিলম্বে সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।
এ আন্দোলন সরকারকে কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply