
গতকাল ছিলো আওয়ামী লীগের সাত দিনের নির্বাচনী গণসংযোগের শেষ দিন। শেষ দিনে উত্তরার আজমপুরে গণসংযোগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গনসংযোগে অংশ নিয়ে তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, ‘যত নালিশ, যত নাশকতার পরিকল্পনা করেন, যত সন্ত্রাস চালান, কোনো কাজ হবে না। ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন জানুয়ারি মাসের ২৭ তারিখের আগে যেকোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। আপনারা প্রস্তুত হোন, এই মাসে আমরা মনোনয়ন পর্ব শুরু করে দিয়েছি।’
বিএনপির ‘গুজব ছড়ানোর’ প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের মহাসচিব যান ঘানা, তাঁর নামে চিঠি এলো। আমি বলি এই চিঠি কি আকাশের ঠিকানায় এলো? জাতিসংঘের মহাসচিব কি আকাশের ঠিকানায় চিঠি লিখলেন? পরে দেখা গেল মহাসচিব নেই। একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানালেন। জাতিসংঘের মহাসচিবের নামে এই চিঠি ভুয়া।’ ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘যারা জাতিসংঘের মহাসচিবের নামে এ দেশের মানুষের কাছে মিথ্যাচার করে তারা ক্ষমতায় গেলে গণতন্ত্র নিরাপদ? দেশের মানুষ নিরাপদ? আইনের শাসন নিরাপদ?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘যারা দলীয় মনোনয়নের বিরোধিতা করবে, এবার বঙ্গবন্ধুকন্যা তাদের কাউকে ক্ষমা করবেন না। পরিষ্কারভাবে বলতে চাই, শোডাউন করে যাঁরা মনোনয়ন দাবি আদায় করবেন, নিজের পছন্দমতো প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে দাবি আদায় করবেন—সেই ধারণা যাঁরা করছেন, শোডাউনে কারো নমিনেশন হবে না। শোডাউনের নামে যারা বিশৃঙ্খলা করবে, তাদের নম্বর কাটা যাবে। কয়েকটা সংস্থা এখানে মনিটরে আছে, কারা কী করছে সব দেখছি। প্রার্থীদেরকে বলব, সমর্থকদের থামান। না হলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে আরো ২০-২৫ দিন সময় আছে। নম্বর যাদের ভালো আছে, ক্যাডারের জন্য নম্বর কিন্তু কমবে। যেই নেতা ক্যাডারের কথায় চলে, ওই নেতার আমাদের দরকার নেই। মশারির মধ্যে মশারি চলবে না। ঘরের মধ্যে ঘর করলে চলবে না। ঠিকঠাকমতো চলেন, চাঁদাবাজদের, দখলদারদের প্রশ্রয় দেবেন না। চাঁদাবাজের জায়গা আওয়ামী লীগে নেই।’
সন্ত্রাস চাঁদাবাজ যেকোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই অশুভ এবং জনগনের জন্য অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দলগুলোর তাই সন্ত্রাস, চাঁদাবাজের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে জড়িত প্রার্থীদের এড়িয়ে চলা উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply