
মতলবে অবৈধভাবে বসত ঘরের উপর দিয়ে বিদ্যুাতেরর তার টানাতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলা ৪ জন অাহত হয় হয়েছেন।
গতকাল সোমবার দুপুর ৩ টায় মতলব দক্ষিণের উত্তর উপাদী ইউনিয়নে এ ঘটনা।
জানা যায়, উওর উপাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ১৭০ নং ডিংঙ্গাভাংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিজি বাড়ীর সিদ্দিক মিজি বসত ঘরের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুাতের লাইন অবৈধভাবে নিতে গেলে তাদেরকে বাঁধা দেয় সিদ্দিকুর মিজি।
এতে করে বিবাদী ইউনুজ , ছেলে দুলাল মিজি, পকু মিজি ও ভাগিনা শাহাদাত ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালায়। এতে সিদ্দিকুর মিজি, হারুন মিজি, ও বোরাহন মিজি সহ চারজন গুরুতর অাহত হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply