শুক্রবার (২৬ অক্টোবর) সকালে, টোলের হার নিয়ে অসন্তুষ্ট পরিবহন শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখানে যায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল নিয়ে বিক্ষোভে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন ৮ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টোলের হার নিয়ে অসন্তুষ্ট পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা বিআরটিএ কার্যালয়ের ভেতরে ঢোকেন। সেখান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিক মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
শ্রমিকরা জানান, এই সেতুতে আগে ট্রাকের টোল ছিল ৩০ টাকা। গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে করা হয় ২৪০ টাকা। হঠাৎ করে এত বেশি টোল বাড়ানোয় তারা বিপাকে পড়েছেন। এই টোল কমিয়ে আনার দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার তা সহিংস রূপ নেয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply