সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপত্তিত্বে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথসভা শুরু হয়। এসময় তিনি বলেন, সংবিধান প্রণেতা হয়ে এখন অসাংবিধানিক সরকারের ফর্মুলা দিয়ে চলেছেন ডক্তর কামাল। ইভিএম নিয়ে আপত্তির কেন তা নিয়েও প্রশ্ন তুলের প্রধানমন্ত্রী।

যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তারাই দুর্নীতিবাজদের সাথে জোট বেঁধেছেন। গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেয়া হবে আজকের বৈঠকে। একই সঙ্গে বৈঠকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে এগিয়ে থাকার কৌশল, জোট সম্প্রসারণ হবে কিনা, বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply