
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘শোকরানা মাহফিল’।
রোববার (৪ নভেম্বর) সকাল ১০টায় শোকরানা মাহফিলে সভাপতিত্ব করবেন হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি এবং প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে রাজধানীসহ সারা দেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ বাস, ট্রেন, লঞ্চযোগে সোহরাওয়ার্দীতে জমায়েত হবেন। সে ক্ষেত্রে সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থল এবং এর আশেপাশের এলাকা দিয়ে ভারি/হালকা যানবাহনসহ গমনাগমন পরিহারের অনুরোধ জানিয়ে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একইদিন জেএসসি পরীক্ষা থাকায় উদ্যানের নিকটবর্তী কেন্দ্রসমূহের শিক্ষার্থী ও অভিভাবকগণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, গাবতলী, মিরপুর রোড হয়ে আগতরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করা যাবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply