
মৌলভীবাজার-০১ আসনে বিএনপির মনোনয়ন চাইলেন বিগত ১/১১ প্রেক্ষাপটে তৎকালিন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণতন্ত্র হত্যা মামলার বাদী ও জাসাস কেন্দ্রীয় কমিঠির সহ-সাধারন সম্পাদক দারাদ আহমদ।
বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ এই নেতার পক্ষে মঙ্গলবার দপুরে দলীয় মনোনয় ফরম সংগ্রহ করেছে তার অনুসারীরা, অপেক্ষাকৃত এই নেতা প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় অতীতে অনেক সমালোচিত আলোচিত,কিন্তু দীর্ঘদিন থেকে এই নেতা আমেরিকা অবস্থান করছেন বিগত কয়েক বছর ধরে সাংগঠনিক কার্যক্রম থেকে বিছিন্ন এই নেতা, তাঁর মনোনয়ন ক্রয়ের খবরে আসনের নির্বাচনী মাঠে বইছে নানা মুখরোচক আলাপচারিতা।
সংসদ নির্বাচনে (বড়লেখা জুড়ি) আসনে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। প্রার্থী দারাদ আহমদ বিগত ১/১১ প্রেক্ষাপটে খালেদা জিয়া কারান্তরীন হবার পর নেদারল্যান্ডের দি হেগ সিটিতে আর্ন্তজাতিক আদালতে নেত্রীর মুক্তি ও গণতন্ত্র হত্যার অভিযোগে মামলা দায়ের করে শুধু বাংলাদেশেই নয় বিশ্বের সচেতন বাংলাভাষাভাষীদের দৃষ্টি কাড়তে সক্ষম হন দারাদ আহমদ।
চলে আসেন আলোচনায়। আর এ কারনে দলের নীতি নির্ধারকদের পাশাপাশি খালেদা জিয়ার গুডবুকে চলে আসেন দারাদ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/মনসুর আহমদ (বড়লেখা প্রতিনিধি)
Leave a Reply