
রাজাধানীর মতিঝিল থেকে মো. আইয়ূব আলি (৪০) নামে এক যুবক গত ১২ নভেম্বর সকাল ১০ টার দিকে তার নিজ বাড়ি নাটোর সদরের হালসা ইউনিয়নের মাহেসার উদ্দ্যেশে রওনা হন।
গত ১৪ নভেম্বর তার পরিবার জানায় তিনি বাড়ি ফিরেননি তিনি নিখোঁজ হয়েছেন।তিনি পেশায় রিক্সাচালক। আজ শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
কোনো হৃদয়বান ব্যক্তি যুবকের খোঁজ পেলে তথ্যসহ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার বড় ভাই মোঃ ইউসুব আলি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যুবকের খোজ পান তাহলে, দয়া করে যোগাযোগ করুন গ্রামঃ মাহেশা , পোস্টঃ বিপ্রহালসা,থানা ও জেলা নাটোর, মোবাইল নাম্বার # ০১৭৩৩- ৬১ ৬৫ ৬৪, # ০১৭১২-১৫২৬৮৫।
নিখোঁজ আইয়ূব আলি বাবার নাম মরহুম ইসমাইল হোসেন। তার নিখোঁজের ঘটনায় মা ও পরিবার পাগল প্রায়। এ ঘটনায় এখনো থানায় কোন জিডি করা হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি ঃ/আমিরুল ইসলাম
Leave a Reply