
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাতীয় পার্টির এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন।
জাপার দলীয় এমপি নুরুল ইসলাম মিলন শনিবার বিকাল ৪টার দিকে বরুড়া চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদরাসার একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ৭/৮ জন যুবকের একটি দল ঝলম বাজারের প্রবেশমুখে তাঁর গাড়ির (ঢাকা মেট্রো-ঘ ১৩-৯৬৯৪) গতিরোধ করে।
এরপর তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার বিকালে বরুড়া ঝলম বাজারে এ ঘটনা ঘটে। এ সময় এমপি ও তার ৪ জন নেতাকর্মী গাড়িতে থাকলেও তারা অক্ষত রয়েছেন। এ ঘটনার জন্য এমপি ও তার নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল গ্রুপের লোকজনকে দায়ী করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেসময় যুবকরা ইট-পাটকেল নিক্ষেপসহ রড ও লাঠি দিয়ে এমপির গাড়ির গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশের ধাওয়ায় যুবকরা পালিয়ে যায়।
পরে পুলিশ পাহারায় এমপি অনুষ্ঠানস্থলে যান এবং ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কুমিল্লা শহরে পৌঁছে রাত ৭টায় এ বিষয়ে এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল গ্রুপের যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে ৭-৮ জন আমার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির ডান পাশের লুকিং গ্লাসটি ভেঙে যায় এবং সামনের গ্লাসটি ক্ষতিগ্রস্ত হয়। এমপি মিলন জানান, উন্নয়ন কর্মকাণ্ড ও আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন সাবেক এমপি নজরুল অনুসারী ওই লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে আমার কিংবা আমার দলের নেতা-কর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবে এলাকার সাধারণ জনগণ কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি সহ্য করতে পারে না বলেই হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে।
গনতান্ত্রিক একটি দেশে রাজনৈতিক ব্যক্তিবর্গের গাড়িতে হামলা মোটেও কাম্য নয়। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নিয়ে আসতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply