সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে রেখে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠক হয়েছে আওয়ামীলীগ নেত্রীর।
এবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টার দিকে বঙ্গভবনে চিঠিটি পাঠানো হয়।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে এই চিঠি দেয়া হয়েছে।
পাশাপাশি আগামী ৯ নভেম্বর শুক্রবারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো চিঠিতে সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যুক্তফ্রন্টের নেতারা আপনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী।’
চিঠিতে বি. চৌধুরী লিখেন, ‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনের সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত থাকে। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’
সময় কম থাকায় চিঠিতে আগামী বুধবারের মধ্যে সাক্ষাতের তারিখ ও সময় নির্ধারণ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান যুক্তফ্রন্টের প্রধান বি. চৌধুরী।
এদিকে সিইসি বরাবর পাঠানো চিঠিটি বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক নির্বাচন কমিশনে পৌঁছে দেন। চিঠিতে দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লিখেন, ‘আগামী সাধারণ নির্বাচন প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমাদের একটি প্রতিনিধিদল আপনার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। যেহেতু সময় সংক্ষিপ্ত, সেহেতু ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সাক্ষাতের সময় (আগামী ৯ নভেম্বরের মধ্যে) দিলে বাধিত হব।’
সকল দলের মধ্যে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে; এমনটিই আশা করে জনসাধারণ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply