
১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ ১৭ নভেম্বর শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামের উত্তর খোলাহাটী ভোলার বাজার আনসার ভিডিপি ক্লাবে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ আনসার ভিডিপি সদস্য ও সদস্যরা অংশ নেন। পরে সার্টিফিকেট, প্রশিক্ষণের ভাতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান, সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোছা. হাসিনা খাতুন ও কুদরত-ই-খুদা প্রমুখ।
এই প্রশিক্ষণে সদর উপজেলা নির্বাহী কর্মকতা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর উপজেলা নির্বাচন কর্র্মকর্তাসহ আটজন সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply