
প্রধানমন্ত্রীর পদ মূল্যবান নয়, এ পদে থেকে দেশের মানুষের জন্য কাজ করতে পারাটাই মূখ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এর আগে সকালে দিনটি উপলক্ষে শিখা অনির্বানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সকালে শিখা অনির্বানে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ১৯৭১’র মুক্তিযুদ্ধে নিহত শহীদ সদস্যদের প্রতি এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল। শিখা অনির্বানে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরাও।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজন করা হয় স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। এসময় প্রধানমন্ত্রী ১০১ জন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মানী চেক ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন পূরনে তিনি কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর পদ সেখানে মূল্যবান নয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালানো হয়েছিলো, এখন তা আর সম্ভব নয়। সরকার দিন বদল করতে পেরেছে। তবে এখনো অনেক কাজ বাকি। অনুষ্ঠানে নয়জন সেনা, একজন নৌ ও তিনজন বিমান বাহিনী সদস্যের হাতে তুলে শান্তিকালীন পদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply