
নাটোরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে “ধর্ষণ, ও যৌন নিপিড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর-১০ডিসেম্বর ও বিশ্ব মানবাধিকর দিবস পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহরের উপরবাজার এলাকায় নাটোর মহিলা পরিষদের নিজস্ব কার্য্যলয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দিলারা বেগম পারুলের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, লিগ্যাল এইড এর সম্পদক বিজলী রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর পৌর সভার মেয়র ও মহিলা পরিষদের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা বানু, মায়া রানী পাল, দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমূখ । নাটোরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে ধর্ষণ, ও যৌন নিপিড়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ৫ ডিসেম্বর নাটোর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন, এবং ৯ ডিসেম্বর শহরের উপরবাজার এলাকায় জেলা মহিলা পরিষদে বিশ্ব মানবাধিকর দিবস উপলক্ষে নারী
সমাবেশ ও রোকেয়া দিবস পালন করা হবে। এসময় বক্তারা উল্লেখ করে বলেন, বর্তমান সমাজ বিকশিত হচ্ছে কিন্তু এখনও বন্ধ হয়নি নারী নির্যাতন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের জরিপ ও গবেষণায় দেখা গেছে, পারিবারিক নির্যাতন বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে দেখা যায়, দশ বছর পূর্ণ হওয়ার আগেই দেশের ৫ দশমিক ১৭ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিবাহিত জীবনে কোনো না কোনো সময়ে আর্থিক, শারীরিক কিম্বা যৌন নির্যাতনের শিকার ৮০ দশমিক ২ ভাগ নারী। অপরদিকে বাংলাদেশ মহিলা পরিষদ মূলধারার
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য সমন্বয় করে তৈরি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশে ২৪ হাজার ৬৩১টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত নির্যাতনের ঘটনা চার হাজার ১৪৬টি।নাটোর জেলা মহিলা পরিষদের এক তথ্য মতে, গত জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত অফিসে লিগ্যাল এইড বিষয়ক সরাসরি অভিযোগ পাওয়া ১৮টি, আইনগত পরামর্শ ৪টি, শালিস হয়েছে ৩টি, তদন্ত করা হয়ে ২টি, মত বিনিময় সভা ৫টি, আলোচনা সভা ৮টি,স্বারক লিপি প্রদন করা হয়েছে ৫টি, মানব বন্ধন হয়েছে ১০টি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply