
মনোনয়নের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দাবি করেন, বিএনপির চেয়ে আওয়ামী লীগ বেটার দল। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম দাবি করেন, ৩০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটাবে জনগণ।
একাদশ জাতীয় নির্বাচনের নানা বিষয়ে তুলে ধরতে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের জন্য কিছুই করেনি। কিন্তু বিগত দশ বছর আওয়ামী লীগ দেশের জন্য দৃশ্যমান উন্নয়ন করেছে।
ডক্টর কামাল বিএনপির জোটে যাওয়ার বিষয়ে আবারো কথা বলেন, ওবায়দুল কাদের। এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা করেছে শরীক দলের নেতারা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ। আগামী জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন শরীক দলের নেতারা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply