
বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, রাজাকাররা আজকে যখন একত্রিত ভাবে দেশের বিরুদ্ধে আরো একটা ষড়যন্ত্র করছে, ঠিক সেই সময় আমাদের সবাইকে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্পষ্ট করে বলেছেন, আমি বাংলাদেশে আলাদা আলাদা রাজনীতি চাই, বিরোধী দল চাই। কিন্তু আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সরকারি দল, বিরোধী দল সবাই হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ এর একার সম্পদ নয়, বাংলাদেশের ১৬কোটি মানুষের সম্পদ। এই রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতির পুত্র যাকে বলা হয়, দেশের অর্থ আত্নসাৎ থেকে শুরু করে ২১ আগষ্ট গ্রেনেড হামলা সেই সমস্ত মামলায় দন্ড প্রাপ্ত কুখ্যাত তারেক রহমান, যিনি বাংলাদেশের বাহিরে পালিয়ে আছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের যারা লড়াই করেছেন তার প্রথম সাড়িতে যে আছেন তার নাম মাহী।
শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হারুন উর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ মোঃ জাকির ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে। জননেত্রী শেখ হাসিনার জীবনের ওপর যেই ষড়যন্ত্র চলছে। যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জীবনের ওপর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এর বিরুদ্ধে যেই যেই রাজনৈতিক কৌশল গ্রহণ করা প্রয়োজন আমি নিজ দায়িত্বে করবো। ঐক্যফ্রন্ট থেকে যুক্তফ্রন্টকে আলাদা করেছি, যুক্তফ্রন্টকে সম্প্রসারিত করেছি। এবং মহাজোটে আমরা সবাই মিলে সম্পৃক্ত হয়েছি। রাজনীতিতে একটা বিষয় মনে রাখতে হবে-আপনাদের সাথে আমাদের রাজনীতির আদর্শের পার্থক্য আছে। আমাদের সাথে আদর্শিক কোন জোট হয়নি। ১৪ দলের অংশ। রাজনীতির পার্থক্য থাকতেই পারে। এতে কোন সমস্যা নাই।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply