
চট্রগ্রাম ব্যুরো- চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর নিহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত জামাল উদ্দিন মোহাম্মদ আকবর (৩৫) পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
তিনি কোলাগাঁওয়ের ইয়াসিন আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কলাগাঁওটেকে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি নিয়ে স্বেচ্ছাসেক লীগ নেতা আকবর ও ছাত্রলীগ নেতা ইয়াসিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের তেল সরবরাহকারী একটি গাড়ি আকবর আটকিয়ে রাখেন। এর জের ধরে ইয়াসিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা শাহীনুরসহ বেশ কয়েকজন আকবরের ওপর হামলা করে।
মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আকবরের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে জামাল উদ্দীন আকবর নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠ, অণ্ডকোষ ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply