
মো. আনিছ পারভেজ ওরফে ইদ্রিস নামের ব্যক্তি রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রায়েদ মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে।
তাঁর বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
উপজেলার রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার এসআই মো. মনিরুজ্জামান জানান।
এ ঘটনায় ওই রাতেই কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন মেয়েটির (১১) মা।মামলার বরাত দিয়ে কাপাসিয়া থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে কোচিং করতে বিদ্যালয়ে যায় মেয়েটি। ওই সময় তার সহপাঠী কয়েকজন শিক্ষার্থীও সঙ্গে ছিল।
“এক পর্যায়ে ওই শিক্ষক কৌশলে ছাত্রীকে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।”
এসআই মনিরুজ্জামান বলেন, ওই সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের অন্যান্য ছাত্র-ছাত্রী এসে গেলে ওই শিক্ষক পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “যৌন হয়রানির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
শিক্ষা জাতি গঠনের মেরুদন্ড। এই মেরুদন্ড শক্ত করবার ভার থাকে সেই জাতির শিক্ষদের উপর। অথচ শিক্ষক হয়ে এমন অনৈতিক, নীতি বিবর্জিত কাজ হুমকির মুখে ফেলে দেয় এই পবিত্র পেশাটিকে। এমনটি চলতে থাকলে, যে হাজার হাজার শিক্ষক যত্ন নিয়ে শিক্ষার্থীদের শেখাচ্ছেন, একসময় তারাও শ্রদ্ধা-সম্মান থেকে বঞ্চিত হয়ে পড়বেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply