
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত দোতলা ভবনের বৈশাখী আবাসিক হোটেলের জেনারেটর রুমে ঢাকনা দিয়ে মুখ আটকানো অবস্থায় একটি প্লাস্টিকের ড্রামে এক তরুণীর লাশ দেখতে পায় কয়েকজন ব্যক্তি। এ খবর পেয়ে পুলিশ সেখান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশসহ ড্রামটি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গাজীপুরের আবাসিক হোটেল থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রামে রাখা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
এসআই সাইফুল জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর ড্রামে লুকিয়ে গুম করার উদ্দেশ্যে তরুণীর লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সেখানে রাখা হয়েছিল।
স্থানীয়রা জানায়, হোটেলটিতে গত কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালিয়ে হোটেল কর্তৃপক্ষ ও অসামাজিক কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের সাজা দিয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply