
শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইভিএম সম্পর্কে তিনি বলেন, আমাদের মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কীভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।
এরশাদ বলেন, ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং পদ্ধতি চালুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা না করে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
ইভিএমের ভোটগ্রহণের সফলতা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ তার সংশয়ের কথা জানান। অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগ নেতা পনির উদ্দিন আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা, সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইভিএম নিয়ে জাতীয় পার্টির মতামত প্রসঙ্গে এরশাদ বলেন, আগামী বুধবার জাতীয় পার্টির এক বর্ধিত সভায় বিষয়টি নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে না গেলে তারা আলাদাভাবে নির্বাচনে অংশ নেবেন। যদি তারা আসে, তবে অন্যভাবে নির্বাচন করব। চেষ্টা করলে আমরা ক্ষমতায় যেতে পারব। সে অবস্থা সৃষ্টি হয়েছে।
কামাল হোসেনের গণফোরামকে সঙ্গে নিয়ে বি চৌধুরীর যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের উদ্যোগকে কীভাবে দেখছেন- সাংবাদিকদের এ প্রশ্নে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমি আমার জোট নিয়ে আছি।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টি তাঁর নেতাকর্মী নিয়ে বেশ উজ্জীবিত হয়ে উঠেছে। এর মাধ্যমে এক অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব। যেটি দেশের সাধারন জনগনের প্রত্যাশা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply