
বিগত কয়েক মাস ধরেই কোটা পদ্ধতির সংস্কারের জন্য আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সব ধরনের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সারারাত অবস্থানের পর শাহবাগের মোড় থেকে সরে যাবেন বলে জানিয়েছেন কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা।
আন্দোলনের নেতৃত্বে থাকা একজন জানান, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সড়ক দখল করে তারা আন্দোলন করবেন না। এ ব্যাপারে আলাপ-আলোচনা করে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নিবেন। তবে তারা শাহবাগ মূল চত্বর থেকে সরে গিয়ে জাতীয় জাদুঘরের আশেপাশে থাকবেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীদের একজন নেতা এ কথা জানান।
ওই নেতা জানান, বুধবার রাত থেকে তারা কোটা পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তবে জনগণকে কষ্ট দিয়ে রাজপথ দখল করে তারা আন্দোলন করবেন না।
বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, শাহবাগের চার রাস্তার মোড়ে চারপাশে ব্যারিকেড দিয়ে ১৫/১৬জন তরুণ বসে আছেন। তাদের সামনে ফুল দিয়ে বড় করে লেখা ‘৩০% বহাল চাই’। এ ছাড়া শাহবাগ থেকে কাটাবন, টিএসসি থেকে বিএসএমএমইউ, মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে কাটাবনগামী সড়ক বন্ধ করে রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে সব ধরনের কোটা তুলে দেয়ার প্রস্তাব অনুমোদন করে। এতে সরকারি বেতন স্কেলের নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত আর কোনো কোটাই থাকছে না। এর পরিপ্রেক্ষিতে রাতে রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৯ম গ্রেডের (প্রথম শ্রেণি) ও ১০ম-১৩তম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) পদে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা যেতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়।
নির্বাচনী বছরে কোটা সমস্যা বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে আওয়ামীলীগের জন্যে। এক পক্ষের দাবী মেনে নিলে অন্য পক্ষ রাস্তায় নামে। এই সমস্যার আশু সমাধান খুঁজছেন নেতারা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply