
এবার নির্বাচনের মাঠে থাকবে বিএনপি। জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগন ভোট বিপ্লবের জন্য প্রস্তত বলেও জানান তিনি। এদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, নির্বাচনে ইভিএম ব্যবহার সংবিধান বিরোধী। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ‘ইভিএম’ এর মাধ্যমে ভোট জালিয়াতির সুযোগ রয়েছে জানিয়ে বিরোধী নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের সুবিধার জন্যই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ভোটিং মেশিনের অপব্যবহার নিয়ে আয়োজিত এক সেমিনারে ঐক্যফ্রন্ট নেতারা বলেন, দেশের জনগণ ইভিএম চায়না। নির্বাচনে সংবিধান বিরোধী কোন কাজ হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তারা। ঐক্যবদ্ধভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানান তিনি।
Leave a Reply