
পরিবহন শ্রমিক ও যানবাহনের নিরাপত্তায় চেয়ে এবার শ্রমিকরা রাজপথে নেমেছেন। বুধবার সকালে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন।
পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।শ্রমিকদের দাবি, রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের গাড়ি যাতে না ভাঙচুর করা হয়, তারা যাতে নিরাপদে গাড়ি চালাতে পারেন সে জন্য রাজপথে নেমেছেন।
জানা যায়, সাইনবোর্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
এ সময় তারা সব ধরনের গাড়ি চলাচলে বাধা প্রদান করেন। অফিসগামী লোকজন উপায় না পেয়ে শেষ পর্যন্ত পায়ে হেঁটে তাদের কর্মক্ষেত্রে রওনা দেন।কয়েকজন যাত্রী গাড়ি চলাচলে বাধা দেয়ার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হন উশৃঙ্খল শ্রমিকরা।
এ সময় কয়েকজন যাত্রীকে তারা মারধরও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এ মহাসড়কের লিংকরোড এলাকায় অবরোধ করে রেখেছেন।
এতে এ মহাসড়কের উভয় পাশে যানবহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে এ মহাসড়কের মদনপুর থেকে ঢাকার শনিরআখড়া পর্যন্ত যানবাহনগুলো দাঁড়িয়ে আছে।বুধবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেননি।
পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply