
নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে ছেলেধরা গুজব ঠেকাতে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশ। রবিবার( ২৮জুলাই)সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের কলাতলী ডলফিন মোড় থেকে শুরু হয়ে
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জেলা ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের পাশাপাশি পর্যটক ও স্হানীয়দের মাঝে সচেতনতামূলক লিপলেটও বিতরণ করা হয়। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল বণিক বলেন, ছেলেধরা বলতে কিছু নেই, এটি শুধুৃমাএ গুজব। তাই এধরণের গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে
পুলিশকে খবর কিংবা পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করতে অনুরোধ জানান সকলের প্রতি। এসময় উপস্হিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কামরুজ্জামান বকুল, টিঅাই বিকে বড়ুয়া, টিঅাই নাসির উদ্দিন ভুইয়া, টিঅাই মুহিবুল ইসলাম, টিঅাই বিল্লাল হোসেন, টিঅাই এসএম জালাল উদ্দিন ভুইয়া, টিঅাই অাসাদুজ্জামান প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply