
সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে এসব বিশ্ববিদ্যালয় বেশিদিন চলতে পারবে না। যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে এখনও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া ছাড়া তারা আর কোন পথ খোলা রাখেনি।
শিক্ষামন্ত্রী সেইসব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আরো বলেন, ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
বর্তমান সরকার উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেক সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি, নারী শিক্ষায় বাংলাদেশের অর্জন সারাবিশ্বের প্রশংসা অর্জন করেছে। এক্ষেত্রে আমরা সার্কভুক্ত সব দেশের চেয়ে এগিয়ে আছি।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও সব সুযোগ নিশ্চিত করতে চাই। সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা সবাই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যত।
সমাবর্তনে ৫ হাজার ৮৫৬ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রী দেয়া হয়। ৬ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক, ৫ জনকে ভাইস চ্যান্সেলর ও ৪ জনকে চেয়ারম্যান স্বর্ণপদক দেয়া হয়। শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।
আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় বছরের পর বছর কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে অস্থায়ী ক্যাম্পাসে নিয়ম নীতির তোয়াক্কা না করেই। মাস শেষে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার মুনাফা। এজন্যে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের দেয়া টাকার একটিও যেন বিফলে না যায়, সেটি দেখবার দায়িত্ব প্রশাসনেরই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply