
কিছু দিন আগেই দিনাজপুরের কয়লা খনি থেকে বিপুল পরিমান কয়লা গায়েব হয়ে যাবার খবর পাওয়া যায়। এর তদন্ত চলছে।
এই তদন্তের মাঝেই বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) মধ্যে একজনকে হজের ছুটি এবং আরেকজনকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা।
২৭ জুলাই, শুক্রবার এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জুলাই পেট্রোবাংলা বড়পুকুরিয়ার সাবেক এমডি এ এস এম নূরুল আওরঙ্গজেবকে ৪২ দিনের হজের ছুটি দিয়েছে। বর্তমানে তিনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি। আর সদ্য বিদায়ী এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা।
কয়লা চুরির ঘটনার সময় বড়পুকুরিয়ার দায়িত্বে থাকা এমডি কামরুজ্জামান একই পদে দায়িত্ব পালন করছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে এবং আরেক এমডি আর এম আমিনুজ্জামান কর্মরত আছেন কয়লা উত্তোলনকারী চীনা প্রতিষ্ঠানে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়লা চুরির ঘটনায় হাবিব উদ্দিনসহ ১৯ জনের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের করা মামলার নথি দুদকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বিপুল পরিমাণ কয়লা গায়েব হওয়ার পর জ্বালানি সংকটের কারণে ২২ জুলাই, রবিবার রাত ১০টা ২০ মিনিটে ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক তদন্তে এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লার ঘাটতি পাওয়া যায়।
এ ঘটনায় ২৪ জুলাই, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান।
মামলায় প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ ছাড়াও সাময়িক বরখাস্তকৃত বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুর-উজ-জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলাম, সদ্য বিদায়ী কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়াসহ তৎকালীন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অনুমিত ১৯ জনকে আসামি করা হয়েছে।
কয়লা চুরির এই ঘটনা রীতিমতো লজ্জাজনক এবং সরকারের জন্যে খুবই বিব্রতকর। এর সঙ্গে যুক্তদের অতি দ্রুত অভিযুক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই সঙ্গে দেশের সকল সরকারী ব্যবস্থায় নজরদারি বাড়াতে হবে, যেন এত বড় নিলজ্জ চুরির ঘটনা ভবিষ্যতে আর না হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply