
রোববার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়।
তিনি খালেদা জিয়াকে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
রোববার বিএনপি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন বলেন, সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।
শনিবার বিকাল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন চিকিৎসকরা।
মেডিকেল বোর্ডে রয়েছেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন), অধ্যাপক হারিসুল হক (কার্ডিওলজি), অধ্যাপক আবু জাফর চৌধুরী (অর্থোপেডিক সার্জারি), সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী (চক্ষু) ও সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন)।
খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সহ আরও বেশ কিছু মামলায় কারাগারে রয়েছেন। এর মাঝে তাঁর অসুস্থতার খবর জানা যায়। এরপর থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, তাঁর সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply