
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাঁর সাথে দেখা করতে কারাগারে গেছেন।
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তার পরিবারের পাঁচ সদস্য যান।
পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন।
এর আগে ঈদের দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন তার পরিবারের সদস্যরা।
ঈদের দিন সেই সাক্ষাতের পর পরিবারের সদস্যরা বলেছিলেন, খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।
এরপর বিভিন্ন মামলায় আসামী দেখিয়ে তাঁকে কারাগারে পাঠান আদালত। বিএনপি নেতাদের দাবি, খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে অসুস্থ রয়েছেন, তবে তাঁর সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply