
আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: খুলনা বিভাগের বিদ্যালয় ক্যাটাগরিতে সেরা বিদ্যালয় হিসাবে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮/১৯ শিক্ষাবর্ষ এর প্রথম স্থান অধিকার করেন। সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা গোলাম মোহাম্মদ বেগ খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফের হাতে খুলনা বিভাগীয় কমিশনার, ও খুলনা বিভাগের উপপরিচালক প্রাথমিক
শিক্ষা মেহেরুননেছা স্বাক্ষরিত ক্রেস্ট সম্মাননা পত্র তুলে দেন। এসময় প্রাথমিক-সহকারী-শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী ও সুপ্রারানী সহ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আগামীতেও বিদ্যালয়টির তার ধারাবাহিকতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করবে বলেও আশা প্রকাশ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Leave a Reply