
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের সাত রশিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ৪টি বিদেশি পিস্তুল,৪টি ম্যাগাজিন,৪ রাউন্ড গুলি, ১০টি পেট্রোলবোমা ও ১০টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোর ৫টার সময় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯বিজিবি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত. সাত্তার বিশ্বাসের দুই ছেলে শওকাত আলী ও লোকমান হোসেন।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ আলী আজ বুধবার বেলা১১টায় গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চৌকা বিওপি’র একটি দল ভোর ৫টার সময় সাতরশিয়া গ্রামের মৃত.সাত্তার বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়।
এ সময় ওই বাড়ি থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমাও জিহাদী বই উদ্ধার করা হয়। বিজিবি জানান,‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতদের সাথে উগ্রবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা থাকতে পারে অথবা এলাকার গ্রুপিং এর জের ধরে বিরোধী গ্রুপ তাদের ফাঁসাতে পারে।বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান বিজিবি।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply