
আগামী রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা বলেছে বিএনপি। যদিও অনুমতি এখনও হয়নি, তবে অনুমতি পাওয়া যাবে এমনটাই আশা করছে দলটি। আর সেই প্রত্যাশা নিয়ে জনসভার সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে। ইতোমধ্যে জনসভা উপলক্ষে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে আজকে আমাদের কথা হয়েছে। শনিবার সকাল ১০টায় দেখা করতে বলেছে। আমরা সকালে দেখা করতে যাবো এবং আশা করি জনসভা করার অনুমতিও পাবো।
দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আমরা। আমরা ধরে নিচ্ছি, অনুমতি পাবো। এই জনসভায় ঢাকা বিভাগের সব জেলার নেতাকর্মীরা আসার প্রস্তুতি নিচ্ছে।
বিএনপির সূত্রগুলো বলছে, বিএনপির ব্যানারে সমাবেশ আয়োজন করা হবে। সমাবেশে থেকে দলের আগামী দিনের করণীয় নিয়ে বার্তা দেওয়া হবে। সমাবেশ থেকে সরকারের উদ্দেশে বেশ কিছু দাবিও তুলে ধরা হবে। এছাড়া আগামীতে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে বিএনপি কী ধরনের পদক্ষেপ নেবে তাও তুলে ধরা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী জাতীয় ঐক্যে আগ্রহী দলগুলোর কাছেও বার্তা থাকবে জনসভা থেকে।
জনসভা আয়োজনের লক্ষ্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, ‘জনসভা থেকে নীতিনির্ধারণী বার্তা দেওয়া হবে। আগামী দিনের কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়েও বার্তা দেওয়া হবে এই জনসভা থেকে।’
দলীয় সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনকে প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। দলের সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভাও করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের সব জেলার নেতাদেরও প্রস্তুতি নিতে দলের দফতর থেকে ফোনও করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে। কাজেই সময় যতই কম হোক না কেন এটাকে আমরা জনসমুদ্রে পরিণত করবো। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে।’
বিএনপি অনেকটাই কোণঠাসা অবস্থায় চলে গেছে এই মুহূর্তে। খালেদা জিয়ার কারাবাস দলের ভেতরেই বিভিন্ন মতবাদ সৃষ্টি করছে। এই জনসভা তাই তাঁদের জন্য খুবই গুরুত্ব বহন করবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply