
আমিরুল ইসলাম,প্রতিনিধি অনলাইন বাংলা নিউজ বিডিঃ জিয়াউর রহমান আইএসআইয়ের কর্মকর্তা ছিলেন: শাহরিয়ার কবির,
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, মুক্তিযুদ্ধে যোগদানের আগে জিয়াউর রহমান আইএসআইয়ের একজন কর্মকর্তা ছিলেন।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা অভিযাত্রা শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন।জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, ১৯৬৬ সালে জিয়াউর রহমান আইএসআইয়ে নিযুক্ত হন। শাহরিয়ার রশিদসহ বঙ্গবন্ধুর হত্যাকারীরাও মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তারা দেশের জন্য নয়, আইএসআইয়ের মিশন নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের মিশন ছিল যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তা কিভাবে রদ করা যায়। তিনি বলেন, ওই নীল নকশা অনুযায়ী ১৯৭৫ সালের পর থেকে পাকিস্তানিকরণ, মৌলবাদীকরণসহ সবই আরম্ভ হয়েছে।
তিনি বলেন, দুই জেনারেলের সময় সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হলো। শাহরিয়ার কবির বলেন, বিএনপি মধ্যপন্থা দল দাবি করলেও জামাযাতের সাথে ঘর করতে করতে তাদের ভাষাও এক হয়ে গেছে। এখন তাদের আলাদা করা যাচ্ছে না।
যখন ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন আছে তাহলে কিভাবে তার উপর আস্থা রাখা যায়? শহীদদের সংখ্যা নিয়ে তো প্রশ্ন করে পাকিস্তানীরা। বেগম জিয়া পাকিস্তানীদের সাথে সুর মিলিয়ে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছি। তারা জানে নির্বাচনে জয়ী হবে না। তাই তারা সন্ত্রাসীর পথ বেছে নিবে। তারা গৃহযুদ্ধের পথ বেছে নিবে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক কাতারে দাঁড়াতে হবে।
জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা মকবুল-ই-এলাহী, আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী।
জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট লিটন দেবের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন জেলা জাসদের সভাপতি এডভোকেট আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম// নাটোর প্রতিনিধি
Leave a Reply