
রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার- ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রাখা যাবে না। জীবন যাবে, তবুও তাকে (খালেদা জিয়া) মুক্ত করে ছাড়বো।’
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।
মান্না বলেন, ‘কারও নামে মিথ্যে মামলা দেওয়া যাবে না, গ্রেফতার করা যাবেন না, কোনও গায়েবি মামলা দেওয়া যাবে না।’
তিনি বলেন, আমাদের একমাত্র দাবি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনও হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply