
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা উপজেলার হাসাদাহ ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তার ছেলে সাইফুল ইসলামকে (৩০)।
অপর অভিযানে বিএনপি কর্মী আবু জাফরকেও (৩২) গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে উপজেলা বৈদ্যনাথপুর ও প্রতাবপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাসাদাহ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে বোমা হামলার অভিযোগ আনা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসাদাহ বাজারে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাজী আলী আজগার টগরের নৌকা প্রতীকের নির্বাচনী মিছিল বের করা হয়। শেষ পর্যায়ে মিছিলটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। বোমার আঘাতে রিংকু (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মী মারাত্মকভাবে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঐ মামলায় এদের গ্রেফতার করা হয়েছে বলে ওসি শেখ গণি মিয়া নিশ্চিত করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply